Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেন দুর্ঘটনার কারণ জানতে ২ তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৩ ১৯:৪৯

ঢাকা: কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনায় বিভাগীয়ভাবে দুইটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশের রেলওয়ে।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভৈরবে ট্রেন দুর্ঘটনায় রেলওয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ আলাদাভাবে তদন্ত কমিটি গঠন করেছে। ঢাকা বিভাগীয় তদন্ত কমিটির সদস্যরা হলেন— ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকমেটিভ, বিভাগীয় প্রকৌশলী-১ এবং বিভাগীয় সিগনাল ও টেলিকমিউনিকেশন প্রকৌশলী।

অন্যদিকে, চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটিতে আছেন— রেলওয়ের সিওপিস মো. শহিদুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, চিফ ইঞ্জিনিয়ার, আরমান হোসেন, সিএসপি তুষার ও চিফ মেডিকেল অফিসার আহাদ আলী সরকার।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব স্টেশনের আউটার সিগনালে কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসা এগারসিন্দুর ট্রেনের পেছনের তিনটি বগিকে ধাক্কা দেয় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী মালবাহী একটি ট্রেন। এতে দুমড়ে-মুচড়ে পড়ে যায় বগি তিনটি। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। এ ছাড়া স্থানীয় প্রশাসনও উদ্ধার কাজ চালাচ্ছে।

এ ট্রেন দুর্ঘটনায় শেষ খবর পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সারাবাংলা/ইউজে/একে

ট্রেন দুর্ঘটনা রেলওয়ে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর