গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক
২৩ অক্টোবর ২০২৩ ২২:৫৯
ঢাকা: আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি নিয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সোমবার (২৩ অক্টোবর) রাতে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত থেকে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে কথা বলেন।
বৈঠকে গণতন্ত্র মঞ্চের শরিক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমস্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ শহিদুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।
আর বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রবকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
উল্লেখ্য, ইতোমধ্যে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা দল, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, এনডিএম প্রভৃতি দলের সঙ্গে বিএনপি বৈঠক করেছে। সবগুলো বৈঠকে লন্ডন থেকে তারেক রহমান যুক্ত ছিলেন।
সারাবাংলা/এজেড/পিটিএম