Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষামূলক উৎপাদনে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বাগেরহাট প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৩ ১৭:০৭

বাগেরহাট: রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে বিদ্যুৎ কেন্দ্রেটিতে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। ইতোমধ্যে দ্বিতীয় ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছে রামপাল তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, ভোর ৪টার দিকে বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ১৭ ডিসেম্বর বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদন যায়। এর পরে কয়েক দফা বন্ধ হলেও, বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিট চালু রয়েছে। দুই ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৩২০ মেগাওয়াট।

সারাবাংলা/পিটিএম

তাপবিদ্যুৎ দ্বিতীয় ইউনিট রামপাল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর