Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালবাহী ট্রেনের চালক-গার্ডের গাফিলতিতে দুর্ঘটনা: স্টেশন মাস্টার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৩ ১৮:০৭

ঢাকা: কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনে দুটি ট্রেনের সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় মালবাহী ট্রেনের চালক ও গার্ডের গাফিলতি রয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার মো. ইউসুফ। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে ভৈরব স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিমত জানান।

স্টেশন মাস্টার বলেন, এ ঘটনায় মালবাহী ট্রেনের তিন জনকে বরখাস্তের পাশাপাশি দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আরেকটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, যেহেতু একটি লাইনে দুটি ট্রেন চলার কোনো নিয়ম নেই সেহেতু এ দুর্ঘটনার জন্য অবশ্যই মালবাহী ট্রেনের গাফিলতি রয়েছে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত লাইনগুলো মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। বর্তমানে এগারসিন্দুর ট্রেন চলাচলের জন্য স্টেশন থেকে অনুমতি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ভৈরবে। রেলস্টেশনের আউটার পয়েন্টে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়।

এরপর শুরু হয় উদ্ধার অভিযান। উদ্ধার অভিযানে কাজ করে পুলিশ, ফায়ার সার্ভিস, বিজিবি, র‍্যাব, আনসার সদস্য ছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবী ও রেড ক্রিসেন্ট সদস্যরা। রাত পর্যন্ত সবাই মিলে ১৭টি লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় আহত হয়েছন শতাধিক যাত্রী।

রাত সাড়ে ৭টায় মালবাহী ট্রেনটি সরিয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন কাজ শুরু করে। রাতের মধ্যেই উল্টে যাওয়া এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইন থেকে সরিয়ে পাশে রাখা হয়। এরপর মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সারাবাংলা/ইউজে/এনইউ

টপ নিউজ ট্রেন দুর্ঘটনা ভৈরব


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর