Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজতের ওলামা-মাশায়েখ সম্মেলন ২৫ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৩ ২২:৩৯ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ ২২:৪০

ঢাকা: বুধবার (২৫ অক্টোবর) জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এদিন সকাল ৯টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী (রহ.) কর্তৃক ঘোষিত হেফাজতের ১৩ দফা বাস্তবায়ন, মাওলানা মামুনুল হক, মুফতি মুনির হুসাইন কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ কারাবন্দি হেফাজত নেতাকর্মীদের দ্রুত মুক্তি এবং নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন আয়োজন করেছি।’

বিজ্ঞাপন

সাজিদুর রহমান আরও বলেন, ‘আমরা সরকারের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরে কথা বলব, আল্টিমেটাম দেবো। না মানলে আগামীকালের সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

হেফাজতে ইসলাম বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর