Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় প্রতিদিন ৪০০ শিশু নিহত বা আহত হচ্ছে: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৩ ০৯:৩৮

ছবি: আলজাজিরা

ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় প্রতিদিন ৪০০ শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ। হামাস ও ইসরাইলের মধ্যে চলা যুদ্ধে এখন পর্যন্ত ২ হাজার ৩৬০ জন শিশু নিহত হয়েছে। আর আহত হয়েছে ৫ হাজার ৩৬৪ জন। খবর বিবিসি।

হামাস-ইসরাইল যুদ্ধে গত ১৮ দিনে নিহত শিশুদের সংখ্যার তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের আন্তর্জাতিকভাবে শিশুদের নিয়ে কাজ করা সংস্থা ইউনিসেফ। সেখানেই এমন চিত্র উঠে এসেছে।

বিজ্ঞাপন

ইউনিসেফ’র মধ্যপ্রাচ্যের পরিচালক অ্যাডেল খোদর বলেন, চলমান ইসরাইলি হামলায় গাজায় ২ হাজার ৩৬০ জন শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫ হাজার ৩৬৪ জন। প্রতিদিন প্রায় ৪০০ ফিলিস্তিনি শিশু মারা যায় বা আহত হয়।

তিনি আরও বলেন, ‘গাজা উপত্যকার পরিস্থিতি আমাদের সবার বিবেকের উপর কলঙ্ক। শিশুদের এমন মৃত্যু ও আহতের হার বিস্ময়কর।’

অ্যাডেল খোদর বলেন, ‘শিশুদের হত্যা ও পঙ্গু করা, শিশুদের অপহরণ করা, হাসপাতাল ও স্কুলে হামলা চালানো— মানবিকতাকে অস্বীকার করে শিশুদের অধিকারের গুরুতর লঙ্ঘন।’

সারাবাংলা/এনএস

ইউনিসেফ ইসরাইল গাজায় ফিলিস্তিন শিশু হত্যা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর