Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে চলাচল করছে পরীক্ষামূলক ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৩ ১৩:১১

মুন্সীগঞ্জ: বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হওয়ার আগে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে আরেকদফা পরীক্ষামূলক ট্রেন চলাচল করছে।

বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে প্রথম ট্রেনটি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া স্টেশন থেকে ঢাকার গেন্ডারিয়া স্টেশনের দিকে যাত্রা শুরু করে। এ সময় ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার। পরবর্তীতে এই ট্রেনটি গেন্ডারিয়া থেকে ৮০ কিলোমিটার গতিতে মাওয়া আসার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার পরীক্ষামূলক এই ট্রেনটি ৬০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার গতিতে ঢাকা-মাওয়া পথে চারবার চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম জানান, মূলত বানিজ্যিকভাবে ট্রেন চলাচলের আগে আরেকদফা গতি পর্যবেক্ষণের জন্য পরীক্ষমূলক ট্রেন চলাচল করছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ পদ্মা সেতু রেল

বিজ্ঞাপন
সর্বশেষ

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক
২১ অক্টোবর ২০২৪ ১৭:১০

সম্পর্কিত খবর