Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আইনজীবীকে আটক সমর্থন করি না: অ্যাটর্নি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৩ ১৬:৪৯

ঢাকা: বিনা কারণে বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আইনজীবীকে আটক বা ধরে নেওয়াকে সমর্থন করি না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

বুধবার (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ এম আমিন উদ্দিন বলেন, ‘কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটা অন্য বিষয়। তবে বিনা কারণে বা কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আইনজীবীকে আটক বা ধরে নেওয়াকে আমি সমর্থন করি না।’

এর আগে, নারায়নগঞ্জের আইনজীবী খোরশেদ আলম মোল্লা ও সিদ্দিকুর রহমানকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক চেম্বার থেকে তুলে নেওয়ার অভিযোগের প্রতিবাদে এদিন দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বার কাউন্সিলের (বিএনপি সমর্থিত) তিনজন সদস্য এবং সুপ্রিম কোর্টের কিছু সংখ্যক আইনজীবী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

ওই সংবাদ সম্মেলন থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দকে আটকেরও প্রতিবাদ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের নির্বাচিত সদস্য সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন লিখিত বক্তব্যে বলেন, ‘পৃথিবীর সব সভ্য দেশে আদালত প্রাঙ্গণ ও আইনজীবীদের চেম্বারকে বিচারপ্রার্থীদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হিসাবে গণ্য করা হয়। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আইনজীবীর চেম্বার থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের ঘটনায় পাকিস্তান সুপ্রিম কোর্ট ওই গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে তাকে মুক্তির নির্দেশ দিয়েছিল।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নারায়নগঞ্জে দুইজন আইনজীবীকে চেম্বার থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটিকে কোন ক্ষীণ রাজনৈতিক দৃষ্টিতে দেখার সুযোগ নেই। মহান আইন পেশার সম্মান রক্ষার্থে সকল আইনজীবীদের এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা জরুরি। একইসঙ্গে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক প্রধান হিসাবে আমরা প্রত্যাশা করব, মাননীয় প্রধান বিচারপতি এই ঘটনা সম্পর্কে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। যাতে আইন পেশার সুমহান মর্যাদা সমুন্নত থাকে। দেশের কোনো নাগরিক যেন এভাবে পুলিশী হয়রানি ও নির্যাতনের শিকার না হন।‘

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য (সাধারণ আসন) এ এম মাহবুব উদ্দিন খোকন, মো. রুহুল কুদ্দুস (কাজল) এবং জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশীদ।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, লইয়ারস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জসিম উদ্দিন সরকার, আইনজীবী নেতা ড. গোলাম রহমান ভূঁইয়া, জগলুল হায়দার আফ্রিক, আবেদ রাজা, মুক্তার কবির খান, ইউসুফ আলী, নাসরিন আক্তার, মাহবুবুর রহমান খানসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর