Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার, চালকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৩ ১৭:৫৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুন্ডে ৪৪২ বোতল ফেনসিডিল জব্দের মামলায় এক ট্রাক চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরওয়ার আলমের আদালত এ রায় দেন।

দণ্ডিত নজরুল ইসলাম মুন্সীর বাড়ি মাদারীপুরে। চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলী জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সারাবাংলাকে জানান, ফেনসিডিল হেফাজতে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাক চালক নজরুল ইসলাম মুন্সীকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০১৯ সালের ৩ এপ্রিল সীতাকুণ্ড থানার দক্ষিণ মহাদেবপুর সাব-প্লাস সিএনজি পাম্পের সামনে থেকে ট্রাক চালক নজরুল ইসলামকে গোপন সংবাদে খবর পেয়ে ৪৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে র‌্যাব-৭। এ ঘটনায় চট্টগ্রাম র‌্যাব-৭ এর তৎকালীন ডিএডি ফজলুল হক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন।

সারাবাংলা/আইসি/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর