ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তেজগাঁও রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।
যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মহিউদ্দিন জানান, বিকেলে তেজগাঁও রেলগেটের পাশে মানুষের জটলা দেখে এগিয়ে যান। দেখতে পান রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে আছেন। স্থানীয়দের কাছে জানতে পারেন, কমলাপুর থেকে বিমানবন্দর গামী একটি ট্রেনের ধাক্কায় ওই যুবক আহত হয়েছেন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই যুবককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করান পথচারীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই যুবকের মরদেহ মর্গে রাখা হয়েছে। তার সঙ্গে একটি মুঠোফোন পাওয়া গেছে। স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।