জলবায়ু চ্যালেঞ্জ: একসঙ্গে কাজে আগ্রহী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
২৬ অক্টোবর ২০২৩ ১৪:৫৯
ঢাকা: জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশমন, অভিযোজন তহবিল, প্রযুক্তি স্থানান্তর এবং সেই সঙ্গে ক্ষতির পাশাপাশি কপসহ বিভিন্ন বৈশ্বিক জলবায়ু প্ল্যাটফরমে বৃহত্তর দ্বিপক্ষীয় সহযোগিতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন দুই দূত।
বৈঠকে সাবের হোসেন চৌধুরী ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’সহ সরকারের জলবায়ু বিষয়ে বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জন কেরিকে অবহিত করেন।
এ সময় জন কেরি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কার্বন নির্গমন কমাতে দেশগুলোর সঙ্গে এবং অর্থায়নের বিষয়ে বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। বাংলাদেশের নবায়নযোগ্য খাতে বিনিয়োগের বিষয়ে কেরি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তার জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করতে অংশীদার হতে ইচ্ছুক।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বৈঠকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আইই/ইআ