Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকল্প ভেন্যুতে মহাসমাবেশ সম্ভব না: বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৩ ১৭:২৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১৯:১৫

ঢাকা: ২৮ অক্টোবর মহাসমাবেশের জন্য নয়া পল্টনের বিকল্প হিসেবে অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়ার পাঠানো চিঠিতে সমাবেশের জন্য নির্ধারিত স্থান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও বিকল্প দুটি ভেন্যুর নাম প্রস্তাবের অনুরোধসহ আরও কিছু তথ্য জানতে চাওয়া হয়।

চিঠির উত্তরে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে রুহুল কবির রিজভী পল্টন থানার ওসির কাছে একটি চিঠি পাঠান।

বিজ্ঞাপন

চিঠিতে বিএনপির পক্ষ থেকে বলা হয়, তাদের সমাবেশ ওই দিন বেলা দুইটায় শুরু হবে এবং মাগরিবের আজানের আগে শেষ হবে। সমাবেশে এক থেকে সোয়া লাখ লোক হতে পারে। সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হতে পারে। বিজয়নগর মোড় ও ফকিরাপুল মোড় পর্যন্ত কিছুদূর অন্তর অন্তর মাইক লাগানো হবে। আগামী শনিবারের সমাবেশে বিএনপির নেতারা ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করবেন না। সমাবেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য দলের নিজস্ব স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন বলে জানায় বিএনপি। এসব স্বেচ্ছাসেবকের সংখ্যা হবে ৫০০।

আরও পড়ুন: আ. লীগ-বিএনপিকে বিকল্প ভেন্যু খুঁজতে বলল ডিএমপি

চিঠিতে আরও বলা হয়েছে, ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনের বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের সকল প্রস্তুতি ইতো মধ্যেই সম্পন্ন হয়েছে। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।

উল্লেখ্য, সরকারের পতদ্যাগ এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে ২৮ অক্টোবর মহাসমাবেশ করবে বিএনপি। একই দিনে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াত।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর