ঢাকা: রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে আগুন লেগেছে। ১৪ তলা বিশিষ্ট ভবনের ১৩ তলায় এই আগুন লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আকতার সারাবাংলাকে জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৯ মিনিটে তারা ওই ভবনে আগুন লাগার খবর পান।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।