খাজা টাওয়ারে আগুনে আটকে পড়েছেন বহু মানুষ: ফায়ার সার্ভিস
২৬ অক্টোবর ২০২৩ ১৮:৪০
ঢাকা: রাজধানীর মহাখালীর ১৪ তলাবিশিষ্ট ভবন খাজা টাওয়ারের ১৩ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আগুনের কারণে ভবনটিতে বহু মানুষ আটকা পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মহাখালীর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এখন আমাদের ১১টি ইউনিট কাজ করছে। পথে আরও ইউনিট রয়েছে।’
তিনি জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত বহুতল ওই ভবনে অনেক মানুষ আটকা পড়েছে। আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে।
রোজিনা আক্তার জানান, আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া পাশের ভবন ও আগুন লাগা ভবনের সিঁড়ি দিয়ে মানুষদের উদ্ধারে চেষ্টা করা হচ্ছে।
এর আগে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৯ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানা যায়নি।
সারাবাংলা/ইউজে/একে