Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নাশকতা করলে ঘরে বসে থাকব না’

শিক্ষানবিস প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৩ ২৩:৩০

চট্টগ্রাম ব্যুরো: সংসদ নির্বাচন বানচালে চক্রান্ত-ষড়যন্ত্র ও নাশকতা করলে ‘ঘরে বসে না থাকার’ ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের আশির দশকের ছাত্রলীগ নেতারা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য দিয়েছেন তৎকালীন ছাত্রনেতারা।

সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভ্যানগার্ড। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা বিএনপি-জামাতের মতো আগুন দিয়ে মানুষ পোড়ানোর রাজনীতিতে মত্ত নই।’

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি চক্রান্ত-ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি-জামাত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ এ চক্রান্তের সাথে জড়িত। নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই হবে। এর কোনো ব্যত্যয় হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সুযোগ নেই।’

‘বিএনপির নেতাকর্মীরা যদি নৈরাজ্য-বিশৃঙ্খলা করে, গাড়ি ভাংচুর করে, দোকানপাট ভাংচুর করে, জনগণের জানমালের ক্ষতি করে, তাহলে আমরা ঘরে বসে থাকবো না। রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করা হবে। চট্টগ্রামের সর্বস্তরের সাবেক ছাত্রনেতারা ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত মোকাবেলার প্রস্তুতি নিয়েছি। বান্দরবান থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল যড়যন্ত্র রুখে দেবো। চট্টগ্রাম থেকে সারাদেশে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, কাউন্সিলর পুলক খাস্তগীর, সাবেক ছাত্রনেতা দেবাশীষ নাথ দেবু, গাজী মো. জাফর উল্লাহ, রিটু দাশ বাবলু, আবুল মনসুর মাইনউদ্দিন, আশিকুর রহমান মুন্না, জাকির হোসেন কিরণ, প্রণব দাশ, মির্জা আহমেদ, মনোয়ার জাহান মনির, নাজমুল হুদা শিপন, মাহবুব এলাহী, নাসির উদ্দিন মিন্টু, এ.এম কুতুব উদ্দিন ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ওইউ/একে

ঘরে বসে থাকা ছাত্রলীগ নাশকতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর