Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২৮ অক্টোবর চট্টগ্রামে নতুন দিগন্তের উম্মোচন হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৩ ২৩:৩৩

চট্টগ্রাম ব্যুরো: আগামী ২৮ অক্টোবর কর্ণফুলী টানেল উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রামে নতুন দিগন্তের উম্মোচন হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে কর্ণফুলী টানেল ও প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।

আগামী ২৮ অক্টোবর চট্টগ্রামবাসী ইতিহাসের সাক্ষী হবে মন্তব্য করে এলিট বলেন, ‘সাঈদীর রায়ের পর গাছ কেটে, গাড়ি ভেঙে, মানুষ পুড়িয়ে দক্ষিণ চট্টগ্রামের মানুষকে যে ভয়াবহ রূপ জামায়াত-শিবির দেখিয়েছিল সেই দক্ষিণ চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী টানেল করে দিয়েছেন; যেটা উদ্বোধন করবেন ২৮ অক্টোবর। যার মধ্য দিয়ে উন্মোচন হবে নতুন দিগন্তের, ইতিহাসের সাক্ষী হবে চট্টগ্রামবাসী।’

আওয়ামী লীগ সরকারের একের পর এক উন্নয়নে পুরো চট্টগ্রাম বদলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি, জামায়াত-শিবির আবারও দেশে-বিদেশে ষড়যন্ত্রের ফাঁদ পেতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। বাংলাদেশ যুবলীগ তাদের রাজপথে প্রতিহত করবে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাঙ্গু, মাতামুহুরী, ইন্দ্রপুলসহ ছয় লেনের ছয়টি সেতু হয়েছে। আওয়ামী লীগ সরকারের একের পর এক উন্নয়নে বদলে যাচ্ছে পুরো চট্টগ্রাম।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রাম শহর, দক্ষিণ ও উত্তর জেলায় যে উন্নয়ন দিয়েছেন, তার জন্য জনসভা থেকে প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। জনসভায় উত্তর, দক্ষিণ ও নগর যুবলীগের উপস্থিতি হবে সর্বোচ্চ। যুবলীগের নেতাকর্মীরা সুশৃঙ্খল, যুবলীগের সুনাম রয়েছে। জনসভায় শান্তি শৃঙ্খলার মধ্যে যুবলীগের নেতাকর্মীরা তা আবারও প্রমাণ করবেন।’

বিজ্ঞাপন

রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম ও সাংস্কৃতিক সম্পাদক ওসমান চৌধুরী।

সারাবাংলা/আইসি/পিটিএম

নিয়াজ মোর্শেদ এলিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর