Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেলে যাওয়া শপিং ব্যাগে ছিল ২ কোটি টাকার সোনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৩ ২২:৪১ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ০৩:১১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামে চোরাচালানবিরোধী অভিযানে দুই কেজি ৩৮৪ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার উদ্ধার করে জব্দ করেছেন বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সুলতানপুর বিওপি কমান্ডার নায়েক রবিউল ইসলামসহ একদল বিজিবি সদস্য ঝাঁঝাডাঙ্গা ঈদগাহসংলগ্ন আমবাগানে অবস্থান নেন। দুপুর পৌনে ১২টার দিকে এক ব্যক্তি সাদা রঙের শপিং ব্যাগ হাতে নিয়ে সীমান্তের শূন্য রেখার দিকে যাচ্ছিলেন। বিজিবি সদস্যরা তাকে সন্দেহভাজন বিবেচনায় দাঁড়াতে বললে তিনি হাতের ব্যাগ ফেলে পালিয়ে যান।

লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর জানান, ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করলে এতে সাদা টেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুললে দেখা যায়, সেখানে পাঁচটি সোনার বার রয়েছে। এগুলোর ওজন দুই কেজি ৩৮৪ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য দুই কোটি টাকা।

এ ঘটনায় নায়েক রবিউল ইসলাম দর্শনা থানায় মামলা করেছেন। জব্দ করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হবে।

সারাবাংলা/টিআর

বিজিবি সোনার বার সোনার বার উদ্ধার

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর