পুলিশের ৩৬৫ সুপারনিউমারারি পদ অনুমোদন
সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৩ ০৯:৩০
২৭ অক্টোবর ২০২৩ ০৯:৩০
ঢাকা: পুলিশের ৩৬৫ সুপারনিউমারারি বা সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টির চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এতে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে ১০টি, উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে ৬৫টি, অতিরিক্ত ডিআইজি পদে ১৪০টি এবং এসপির ১৫০টি পদ রয়েছে। এ বিষয়ে আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে শিগগির পুলিশের এসব গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়া হবে।
পুলিশে পদোন্নতির জন্য ‘সুপারনিউমারারি’ পদ সৃষ্টির জন্য বেশ কয়েক মাস ধরেই আলোচনা চলছিল।
সারাবাংলা/ইউজে/এনইউ