Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সমাবেশের নামে বিএনপির সহিংসতা করার পরিকল্পনা আছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৩ ১৩:১৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৬:১৯

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘সমাবেশের নামে বিএনপির সহিংসতা করার পরিকল্পনা আছে, কারণ বিএনপি-জামায়াতের এমন অতীত রেকর্ড আছে।’

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ শান্তির সপক্ষে ও মানুষের অধিকারের পক্ষে। সেই দায়িত্ব আওয়ামী লীগ সবসময় পালন করে এসেছে। তাই সরকারের পাশাপাশি দলও দায়িত্ব পালন করবে। বিএনপি সমাবেশের নামে সহিংসতা করার পরিকল্পনা আছে বলে জনমনে আশঙ্কা রয়েছে। উন্নয়নশীল দেশের মতো এমন একটি দেশে সহিংসতা করা কোনো রাজনৈতিক দলেরই উচিত নয়।’

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ দলীয় নেতাকর্মীরা।

সারাবাংলা/এমও

বিএনপি শিক্ষামন্ত্রী সহিংসতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর