Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৩ ১৭:৫০

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন। শুক্রবার (২৭ অক্টোবর) সাংহাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শুক্রবার জারি করা একটি আনুষ্ঠানিক শোকবার্তায় জানানো হয়, সর্বাত্মক প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে লি মারা যান।

চীনের কমিউনিস্ট পার্টির একজন পরীক্ষিত ও অনুগত কমিউনিস্ট সৈনিক উল্লেখ করে শোকবার্তায় বলা হয়, তিনি একজন অসামান্য সর্বহারা বিপ্লবী, রাষ্ট্রনায়ক এবং পার্টি ও রাষ্ট্রের নেতা হিসেবে প্রশংসিত।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি, স্টেট কাউন্সিল এবং চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের ন্যাশনাল কমিটি যৌথভাবে এই শোকবার্তা জারি করেছে।

লি কেকিয়াংয়ের জন্ম ১৯৫৫ সালের ১ জুলাই। তিনি চীনের ১৭, ১৮ ও ১৯তম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি চীন সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী। মাত্র ৮ মাস আগে প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নেন তিনি।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর