Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিসিটিভির মাধ্যমে সমাবেশ নজরদারি করা হবে: ডিএমপি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৩ ২০:০১

ঢাকা: ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিল ও নয়াপল্টন এলাকায় সিসিটিভির মাধ্যমে নজরদারি করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরইমধ্যে পুরো এলাকা জুড়ে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ করেছে পুলিশ।

ডিএমপি বলছে, ২৮ অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে এরইমধ্যে সব কাজ শেষ করেছে পুলিশ। কিছু কিছু বিষয় এখনো বিশ্লেষণ চলছে। সব মিলে আজ রাতে রাজনৈতিক দলগুলোকে সমাবেশ করার লিখিত অনুমতি দেওয়া হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মোহিদ উদ্দিন। তিনি বলেন, ‘আগামীকাল ৩০টি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক সিস্টেমের দায়িত্ব পুলিশের। এসব বিষয়ে প্রায় দুই ঘণ্টার বৈঠক হয়েছে। বিভিন্ন সংস্থার ডিকলার পাওয়া যায়নি এখনো। সিদ্ধান্ত দিতে দেরি হচ্ছে, কারণ অনেক কিছু বিবেচনায় নিতে হয়।’

জামায়াতের সমাবেশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মতিঝিল দেশের হার্ট পয়েন্ট। সেখানে কারও প্রোগ্রাম করতে চাওয়া উচিত নয়। আমরা নিরাপত্তা জোরদার করেছি। পুলিশের তরফ থেকে সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ করা হয়েছে।’

সারাবাংলা/ইউজে/এমও

ডিএমপি সিসিটিভি

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর