ঢাকা: রাজধানীর নয়াপল্টনসহ আশেপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীরা একাকার হলেও মতিঝিল শাপলা চত্বর এখনো ফাঁকাই রয়ে গেছে। পুলিশ দখলে রেখেছে পুরো মতিঝিল এলাকা। যদিও শাপলা চত্বরে জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি।
শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে এই চিত্র দেখা গেছে। মতিঝিল শাপলাচত্বর আরামবাগের গলিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ দিয়ে লাঠির সার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
সরেজমিনে দেখা যায়, মতিঝিলের প্রবেশপথগুলতো বেরিকেড বসিয়েছে পুলিশ। টহল পুলিশও দাঁড়িয়ে আছে। পাশাপাশি জল কামান, রায়ট কার ও এপিসি কার মজুদ আছে।
তবে পুলিশের অনেকে বলছেন, সমাবেশ ডেকেছে জামায়াত ২টায়। তাই তারা এত আগে না এসে ২টার আগে আসতে পারে। কিন্তু পুলিশ আগে থেকেই সতর্কতা অবলম্বন করছে।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান বলেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তারপরও সমাবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।