Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের ধাক্কায় বিজ্ঞাপন কর্মকর্তা নিহত


১৭ মে ২০১৮ ১১:৫৭ | আপডেট: ১৭ মে ২০১৮ ১৩:৩৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে বাসের ধাক্কায় ইংরেজি দৈনিক পত্রিকা ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের এক কর্মকর্তা মারা গেছেন। তার নাম নাজিম উদ্দিন (৩২)।

বৃহস্পতিবার (১৭মে) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

নাজিমুদ্দিনের উদ্ধারকারী রাসেল মাহমুদ জানান, যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন নাজিম উদ্দিন। তার পাশ দিয়ে একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দিলে পড়ে গিয়ে আহত হন নাজিম। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সাথে থাকা পরিচয়পত্র দেখে জানা যায়, তিনি ইংরেজি দৈনিক পত্রিকা ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা।

নিহত নাজিমের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার বালুরচড় গ্রামে। তার বাবার নাম আনিছুল হক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসআরএস/এমএইচ/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর