Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি, আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ১২:১৮ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১৩:০৬

বাস থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ, ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন প্রবেশমুখ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কেরানীগঞ্জের কদমতলীতে প্রত্যেকটি যাত্রীবাহী বাস, সিএনজি, অটোরিকশা থামিয়ে কঠোর তল্লাশি করছেন পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টা পর্যন্ত সন্দেহভাজন ২০ থেকে ২৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া রাজধানীর সেগুনবাগিচা, গাবতলীর আমিন বাজার ও সাভারের আশুলিয়ার থেকে ৮০ জনের অধিক ব্যক্তিকে আটক করার অভিযোগ পাওয়া গেছে।

কদমতলীতে ডিউটিরত অবস্থায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। সরেজমিনে দেখা যায়, কদমতলীর বাবুবাজার ব্রিজের ওঠার আগে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। মোবাইল ফোন, ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র চেক করতে দেখা যায়। এ সময় কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশ হেফাজতে নিতে দেখা গেছে।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ‘শনিবার সকাল থেকে এখন পর্যন্ত সন্দেহজনক ২০/২৫ জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত প্রমাণিত না হলে তাদের ছেড়ে দেওয়া হবে। যদি নাশকতার সঙ্গে জড়িত থাকে তাহল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের এক যাত্রী মাসুম বলেন, ‘ঢাকাতে একটা বিশেষ কাজের জন্য আসতে হয়েছে। কিন্তু পথের মধ্যে বার বার চেকের মুখে পড়তে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাতে। আমার ভয়ও হচ্ছে মিথ্যা মামলায় না জড়িয়ে পড়ি। যাত্রীদের চোখেমুখে সব আতঙ্কের চাপ দেখা যাচ্ছে।’

এদিকে কেরানীগঞ্জ কদমতলীতে গণপরিবহন কম থাকায় অনেকেই পায়ে হেঁটে গন্তব্য স্থানে যাচ্ছেন। ক্ষোভ প্রকাশ করে এক পথযাত্রী সোহেল বলেন, ‘রাস্তায় তেমন কোনো গাড়ি নাই যে, দুই একটা গণপরিবহন চলছে তাতে অনেক যাত্রীর ভীড়। বাস একটা, যাত্রী ১০০ জন। ওখানে কিভাবে উঠব? কদমতলী থেকে পায়ে হেঁটে যাব তাঁতীবাজার যাব, এরপর বাসে ওঠার চেষ্টা করব। ফার্মগেটে যাওয়ার জন্য আর কতটুকু হাঁটতে হবে আল্লাহ জানেন।’

এদিক রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে একটি বাস ভাঙচুর করা হয়েছে। বিএনপির অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে যারা বাসে করে এসেছিল তারাই বাসটি ভাঙচুর করেছে। এখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভারের আশুলিয়ায় জামাতকর্মী সন্দেহে বগুড়া থেকে আসা ৪৩ জনকে আটক করেছে পুলিশ। রাজধানীর গাবতলীর আমিন বাজার চেকপোস্ট থেকে ৮০ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের এক দফা দাবিতে শনিবার ঢাকায় মহাসমাবেশ করছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৩৭টি দলও সমাবেশ করছেন ঢাকায়। একই দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছেন ক্ষমতাশীল আওয়ামী লীগ।

সারাবাংলা/এআই/এনএস

টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর