Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীর নেতৃত্বে আওয়ামী লীগের সমাবেশে ৩০ হাজার নেতাকর্মী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ১৬:২৬

ঢাকা: প্রায় ৩০ হাজার নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এ সময় মিছিলে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই সমেবেশে বিশাল ও বর্ণাঢ্য এক মিছিল নিয়ে যোগ দেন গাজীর নেতৃত্বে আসা নেতাকর্মীরা। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের কণ্ঠে ‘গাজী গাজী’ স্লোগানে সমাবেশস্থল মুখর হয়ে ওঠে।

বিজ্ঞাপন

এর আগে, সকাল ১১ টার পর থেকেই রাজধানীর মহানগর নাট্যমঞ্চ এলাকায় রূপগঞ্জ থেকে আসা নেতাকর্মীরা জড়ো হতো থাকেন। পরে দেড়টার মহানগর নাট্যমঞ্চ থেকে মিছিলসহ আসেন গোলাম দস্তগীর গাজী ও গাজী গোলাম মূর্তজা পাপ্পা।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ সময় বলেন, ‘বিএনপির নৈরাজ্য রুখে দিতে আমরা রূপগঞ্জ থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী নিয়ে এসেছি। আমরা উন্নয়ন ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশ এগিয়ে আছে।’

মন্ত্রী বলেন, ‘আজ বাংলাদেশ বঙ্গবন্ধু টানেলের যুগে প্রবেশ করেছে। সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আমরা ঐক্যবদ্ধ। নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন।’

সারাবাংলা/ইএইচটি/একে

আওয়ামী লীগ গোলাম দস্তগীর গাজী সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর