Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাকে আবারও বিজয়ী করে ঘরে ফিরব: গোলাম দস্তগীর গাজী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ১৯:০৬

ঢাকা: শেখ হাসিনাকে আবারও বিজয়ী করেই ঘরে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। রাজপথেই বিএনপি-জামায়াতের সব ধরণের নৈরাজ্য রুখে দেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগ দিতে এসে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে এই সমাবেশে রূপগঞ্জের প্রায় ৩০ হাজার নেতা-কর্মী যোগ দেন। এদিন একইসঙ্গে গোলাম দস্তগীর গাজীর সঙ্গে মিছিলে অংশ নেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। গাজীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। মিছিলে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমরা রূপগঞ্জ থেকে শান্তি সমাবেশে ৩০ হাজার কর্মী নিয়ে যোগ দিতে এসেছি। বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিলে প্রায় ত্রিশ হাজার লোক এসেছি। রূপগঞ্জ থেকে নারীরাই এসেছেন প্রায় ১০ হাজার। ‍যাতে কোন ধরণের নৈরাজ্য সৃষ্টি না হয় সেজন্য আমরা এখানে হাজির থাকবো।’

তিনি আরও বলেন, ‘নৈরাজ্যের প্রতিবাদে যাতে সঠিকভাবে নির্বাচন হয়, আমরা সেই সঠিক নির্বাচন চাই। শেখ হাসিনাকে বিজয়ী করতে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাবো। আজ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হয়েছে। চারদিকে উন্নয়ন আর উন্নয়ন, নতুন নতুন প্রকল্প চালু হয়েছে। এই মাস এবং আগামী মাস উন্নয়নের ধারা, নতুন নতুন প্রকল্পের উদ্বোধন চলতে থাকবে। আমরা আর পিছিয়ে থাকবোনা, শেখ হাসিনাকে আবারও বিজয়ী করে আমরা মাঠ থেকে সরবো। শেখ হাসিনাকে বিজয়ী করেই আমরা ঘরে ফিরবো।’

বিজ্ঞাপন

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, ‘শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য রূপগঞ্জ থেকে আমরা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে ৩০ হাজার নেতাকর্মী নিয়ে এসেছি। ভবিষ্যতেও যদি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে- আমাদের আসতে হয়, আমরা আসবো। গাজী গোলাম দস্তগীর মহোদয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো।’

এদিকে, প্রায় ৩০ হাজার নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগ দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। এসময় মিছিলে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাদের ‘গাজী গাজী’ স্লোগানে সমাবেশ স্থল উত্তাল হয়ে উঠে।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই সমেবেশে বিশাল ও বর্ণাঢ্য এক মিছিল নিয়ে যোগ দেন গাজীর নেতৃত্বে আসা নেতাকর্মীরা।

এর আগে, সকাল ১১টার পর থেকেই রাজধানীর মহানগর নাট্যমঞ্চ এলাকায় রূপগঞ্জ থেকে আসা নেতাকর্মীরা জড়ো হতো থাকেন। পরে দেড়টার মহানগর নাট্যমঞ্চ থেকে মিছিলসহ তিনি সমাবেশে আসেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

গোলাম দস্তগীর গাজী বিজয়ী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর