Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ হত্যায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ১১:০২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১৩:১৮

ছবি: সারাবাংলা

ঢাকা: গতকাল শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ চলাকালে দলটির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে কনস্টেবল আমিনুল ইসলাম নিহতের ঘটনায় রাজধানীর পল্টন থানায় হত্যা মামলা করেছে পুলিশ। আরও ৫টি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশ হত্যায় বিএনপির সিনিয়র নেতাদের আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। একটি প্রক্রিয়াধীন। আরও বেশ কয়েকটির প্রস্তুতি চলছে।

এর মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের আটক করেছে ডিবি পুলিশ। অভিযান চলছে আরও কয়েকজন নেতাকে আটক করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

এছাড়া সমাবেশের দিন গতকাল যাদের গ্রেফতার করা হয়েছিল তাদেরও এসব মামলার আসামি করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/ইউজে/এনএস

কনস্টেবল আমিনুল ইসলাম বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর