Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় সহিংসতা: ইউরোপিয়ান ইউনিয়ন মর্মাহত

স্টাফ করেসপেন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ১৫:৫০

ঢাকা: রাজধানী ঢাকার রাজপথে সহিংসতা ও প্রাণহানিতে গভীরভাবে মর্মাহত ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। ঢাকায় ইইউ দূতাবাস এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ কথা জানিয়েছে।

এতে বলা হয়, ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো ঢাকার রাস্তায় প্রাণহানি ও সহিংসতা দেখে গভীরভাবে মর্মাহত। অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পথ খুঁজে বের করা জরুরি।

এর আগে ঢাকায় রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেন, আমরা সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানাচ্ছি এবং সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করব। শনিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মীকে হত্যা এবং একটি হাসপাতাল পুড়িয়ে ফেলার ঘটনা অগ্রহণযোগ্য।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর