Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টনমুখী হননি বিএনপি নেতারা, অলি-গলিতে ঝটিকা মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ১৬:১১

ঢাকা: হরতালের ডাক দিয়ে দলের সদর দফতর নয়াপল্টনমুখী হননি বিএনপির নেতা-কর্মীরা। তবে, হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকার অলি-গলিতে ঝটিকা মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা।

অবশ্য এসব মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়া দলের শীর্ষ কোনো নেতার দেখা মেলেনি। মিছিলগুলোও দীর্ঘ স্থায়ী হয়নি। হঠাৎ শুরু হয়ে হঠাৎ শেষ হয়ে গেছে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ডাকা হরতাল সমর্থকদের এসব মিছিল।

হরতালের সমর্থনে এবং যুবদল নেতা শামীম মোল্লা হত্যার প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। দৈনিক বাংলা মোড় থেকে মিছিল শুরু হওয়া মিছিলের নেতৃত্ব দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নং সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

বিজ্ঞাপন

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক এম এ গাফফার এবং মতিঝিল, সবুজবাগ, খিলগাঁও, শাজাহানপুর, পল্টন শাহবাগ ও রমনা থানা যুবদলের নেতারা।

মিছিলটি দৈনিক বাংলা মোড় থেকে শুরু হয়ে ফকিরাপুল মোর ঘুরে হোটেলের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে বিএনপি ঘোষিত হরতালের সমর্থনে মিছিল হয়।

হরতালের সমর্থনে রোববার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর নেতৃত্বে রাজধানীর নর্দা বাসস্ট্যান্ড থেকে থেকে একটা মিছিল বের হয়। মিছিলটি কোকোকোলা, নতুন বাজার হয়ে আমেরিকান দূতাবাসের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় রুহুল রিজভী বলেন, ‘অন্যায়ভাবে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ পণ্ড, পুলিশ হত্যা সরকারের নীলনকশার অংশ।’

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেন, ‘এই সরকারের পতনের মধ্যে দিয়ে যুবদল নেতা শামীম মোল্লাসহ বিএনপির নেতা-কর্মীদর গুম, খুনের বিচার এই বাংলার মাটিতেই হবে।’

মিছিল থেকে বিএনপি নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান দেন।

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক, বিএনপির সহ-অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি রুহুল আমিন আকিল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল, বাড্ডা থানা যুবদল নেতা মো. বাবুল হোসেন মীর প্রমুখ।

এদিকে রোববার দুপুর ১২টার সময় মগবাজার মোড় থেকে রেলগেট পর্যন্ত মিছিল করে ছাত্রদল। সংগঠনটির সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে এ মিছিল হয়।

এ সময় ছাত্রদলের কর্মীরা মগবাজার মোড় এবং রেললাইনে টায়ারে অগ্নিসংযোগ করে এবং সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দেয়।

হরতালের সমর্থনে রামপুরা আবুল হোটেলের সামনে মিছিল করেছে জাতীয়তাবাদী কৃষকদল। ঝটিকা এ মিছিলে কৃষকদল সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

সারাবাংলা/এজেড/এনএস

টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর