Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থ্রম্বোলাইটিক থেরাপি: স্ট্রোক রোগীদের দিচ্ছে শতভাগ সুস্থতা

সারাবাংলা ডেস্ক
২৯ অক্টোবর ২০২৩ ১৭:২০

চট্টগ্রাম ব্যুরো: বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, স্ট্রোকের লক্ষণ প্রকাশের তিন ঘন্টার মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হলে থ্রম্বোলাইটিক থেরাপির মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব।

রোববার (২৯ অক্টোবর) সকালে চমেক হাসপাতাল নিউরোলজি বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল- ‘একসাথে আমরা স্ট্রোকের চেয়ে বড়’। সভার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা চমেক হাসপাতালের আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

বৈজ্ঞানিক সভায় স্ট্রোক ব্যবস্থাপনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চমেকের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মো. হাসানুজ্জামান। তিনি বলেন, ‘অনেকে মনে করেন, স্ট্রোকের কোনো চিকিৎসা নেই, এটি আসলে ভুল ধারণা। স্ট্রোকের চিকিৎসা যত আগে শুরু করা যায়, রোগীরা তত বেশি উপকৃত হবে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে অদূর ভবিষ্যতে স্ট্রোক রোগী কমবে না, বরং বাড়বে।’

‘তবে কেউ স্ট্রোক আক্রান্ত হলে দেরি না করে সরকারি হাসপাতাল কিংবা স্ট্রোক সেন্টারে নিয়ে যেতে হবে। কারণ স্ট্রোক পরবর্তী প্রতি মিনিটে ১ দশমিক ৯ মিলিয়ন ব্রেনের কোষ মারা যায়। এতে মস্তিস্কের স্থায়ী ক্ষতি হয়। পুরো বিশ্বে প্রতি দুই সেকেন্ডে একজন স্ট্রোকে আক্রান্ত হয় এবং প্রতি ছয় সেকেন্ডে একজন রোগী মারা যায়।’

স্ট্রোক রোগীর পুনবার্সন প্রক্রিয়ার তাগিদ দিয়ে হাসানুজ্জামান বলেন, ‘স্ট্রোকের চিকিৎসা খুবই দীর্ঘমেয়াদী। তবে বর্তমানে আমাদের নিউরোলজি ওয়ার্ডে আধুনিক চিকিৎসা শুরু করেছি। স্ট্রোকের লক্ষণ শুরু হওয়ার তিন ঘণ্টার মধ্যে আমাদের ওয়ার্ডে আসলে থ্রম্বোলাইটিক থেরাপির মাধ্যমে স্ট্রোক সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। ইতোমধ্যে আমরা ৮ জন রোগীকে আইভি থ্রম্বোলাইসিস দিয়েছি, যা শতভাগ সফল হয়েছে। রোগীরা সুস্থ জীবন-যাপন করছেন।’

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘চমেক হাসপাতালের নিউরোলজি ওয়ার্ডের চিকিৎসা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এখানে আইভি থ্রম্বোলাইসিস পদ্ধতির জন্য ৫০ হাজার টাকা খরচ হয়। গরীব রোগীদের পক্ষে এই পরিমাণ অর্থ ব্যয় করা খুব কঠিন। আমি এক্ষেত্রে রোগী কল্যাণ সমিতির কাছ থেকে গরীব রোগীদের জন্য চিকিৎসা ব্যয়ভার বহনের উদ্যোগ গ্রহণ করবো।’

চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ডা. জাহেদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার অংসুইপ্রু মারমা এবং নিউরোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার শিউলি মজুমদার।

সভায় ‘আজকের সচেতনতা, আগামী দিনের প্রতিরোধ’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ডাক্তার রুশমিলা ফেরদৌস। উপস্থিত ছিলেন চমেকের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার পঞ্চানন দাশ, সহযোগী অধ্যাপক মুহিতুল ইসলাম, মাহবুবুল আলম খন্দকার, মো. সালাউদ্দিন, মসিহুজ্জামান আলফা, সহকারী অধ্যাপক জামান আহম্মদ, আনোয়ারুল কিবরিয়া, একরামুল আজম শাহেদ, নিউরোলজি বিভাগের কনসালটেন্ট ডাক্তার সীমান্ত ওয়াদ্দাদার, রেজিস্ট্রার ডাক্তার পীযুষ মজুমদার, আইএমও অমিত দে, হামিদ হাসান, আবদুল্লাহ জোবায়ের, এসএম শওকত আলী, অদিতি দাশ, মো. আবদুল বাসেত হাসান এবং কানিজ ফাতেমা রুদবা।

সারাবাংলা/আরডি/ইআ

থ্রম্বোলাইটিক থেরাপি


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর