Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জো বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারীকে গ্রেফতার করা উচিত’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ১৮:২১ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১৯:৪৮

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করা ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের মিশন চেনে না বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ওই ব্যক্তিকে এখনই গ্রেফতার করা উচিত।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগে কেন্দ্ৰীয় পুলিশ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে একজন সংবাদ সম্মেলন করেছেন। তার বিষয়ে আপনাদের কাছে কোনো তথ্য আছে কি না? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি যদি সংঘর্ষের কথা বলেন, তাহলে তাকে এখনই গ্রেফতার করা উচিত। বিদেশি নাগরিক এসে আপনার দেশে সহিংসতার জন্য আহ্বান জানাচ্ছে। তাকে গ্রেফতার করা উচিত। সে যেই হোন না কেন।’

তার ব্যাপারে আপনি শুনেছেন কি না? এর জবাবে তিনি বলেন, ‘আমি শুনেছি। শুনে কর্মকর্তাদের বলেছি, তারা যাতে যাচাই করে দেখেন। তিনি সত্যি সত্যি মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা কি না। মার্কিন মিশন বলেছে, তাকে তারা চেনে না। তিনি একজন ভুয়া লোক। তাকে গ্রেফতার করা উচিত।’ তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন এমন আহাম্মক না যে, যে কাউকে ধরে নিয়ে উপদেষ্টা বানিয়ে দেবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা যারা অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, বিশেষ করে পুলিশ বাহিনীর ওপর যারা অত্যাচার করেছে, তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। পুলিশ হচ্ছে জনগণের সেবক। তারা মানুষকে সুরক্ষা দেয়। যে দল বা যারা তাদের ওপর হাত তুলেছে, মেরেছে, তাদের লজ্জা পাওয়া উচিত।’

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরে চোর আটক
৭ এপ্রিল ২০২৫ ১২:৩৩

আরো

সম্পর্কিত খবর