Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরতালে চবি’র ১৬ বিভাগে পরীক্ষা হয়নি

চবি করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ১৮:৫২

চট্টগ্রাম ব্যুরো: দেশব্যাপী বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা হরতালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬ বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা হতে পারেনি। হরতাল চলাকালে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কোনো বাস ক্যাম্পাসে যায়নি। তুলনামূলক শিক্ষার্থীদের কম উপস্থিতির কারণে অনেক বিভাগে ক্লাসও হয়নি।

হরতালের কারণে পরীক্ষা স্থগিতের বিষয়টি বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কমিটির ওপর ছেড়ে দেয় প্রশাসন। এ জন্য পরীক্ষা স্থগিতের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ঘোষণা দেয়নি।

বিজ্ঞাপন

এদিকে, রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত ১৬টি বিভাগের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করার খবর পাওয়া গেছে। বিভাগগুলো হল— ডেভলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, পরিসংখ্যান, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ভূগোল ও পরিবেশবিদ্যা, বাংলাদেশ স্টাডিজ, বাংলা, রাজনীতি বিজ্ঞান, ফাইন্যান্স, সমাজতত্ত্ব, মৃত্তিকা বিজ্ঞান, ইতিহাস, উদ্ভিদ বিজ্ঞান, পদার্থবিদ্যা ও চারুকলা ইনস্টিটিউট।

হরতালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ও অন্যান্য পরিবহন চলাচল না করলেও শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে শাটল ট্রেনে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন ছিল না।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ সারাবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি বন্ধ ছিল না। পরীক্ষা আর ক্লাসের বিষয়ে বিভাগ থেকে সিদ্ধান্ত হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমীর মোহাম্মদ মুছা বলেন, ‘হরতালের কারণে বাস না চলাচল করায় বিভাগের সভাপতিসহ ছাত্র-শিক্ষক অনেকেই ক্যাম্পাসে আসতে পারেননি। প্রশাসনের উচ্চপদস্থ অনেক কর্মকর্তাও ক্যাম্পাসে আসতে পারেননি। তাই পরীক্ষা নেওয়াও সম্ভব হয়নি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএ/ইআ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর