বিএনপি নেতা রবিউলসহ ১০ জনের কারাদণ্ড, খালাস ৫৭ জন
৩০ অক্টোবর ২০২৩ ১৪:২৭
ঢাকা: দশ বছর আগে বেআইনি সমাবেশে ও অবৈধভাবে বাধা সৃষ্টির অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় বিএনপি নেতা ও ঢাকা-১০ আসনের এমপি প্রার্থী শেখ রবিউল আলম রবিসহ ১০ জনকে পৃথক দুই ধারায় আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- শাহ আলম সৈকত, জহিরুল হক, মোজাম্মেল হক বাবু, জাকির হোসেন, শাহীন ওরফে চাবি শাহিন, নোমান, কামরুজ্জামান চৌধুরী ওরফে মাসুদ, এলিন ও শহিদুল হক।
অবৈধভাবে বাঁধা সৃষ্টি করে অনিষ্ঠা করার দায়ে তাদের দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। বেআইনি সমাবেশের অভিযোগে তাদের ৬ মাসের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
দুই ধারার সাজা একত্রে চলবে। সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ সাজা দুই বছরের কারাভোগ করতে হবে। তবে একই মানলায় অপর ৫৭ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।
সংশ্লিষ্ঠ আদালতের বেঞ্চ সহকারি সিরাজুল ইসলাম কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিএনপির ডাকা ৬০ ঘন্টার হরতাল কর্মসূচী সফল করার লক্ষ্যে আসামিরা ২৬ অক্টোবর দুপুর দেড়টার দিকে কলাবাগান থানাধীন কলাবাগান বাসস্ট্যান্ড সংলগ্ন বিক্রমপুর মিষ্টন্ন ভান্ডারের দোকানের সামনে ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গাড়ি ভাংচুর করে।
এ ঘটনায় কলাবাগান থানার সাব-ইন্সপেক্টর এ এফ এম মনিরুজ্জামান মন্ডল মামলাটি দায়ের করেন।
এদিন রায় ঘোষণার আগে রবিউল আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। দণ্ডিত অপর আসামিরা আদালতে হাজির হননি। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সারাবাংলা/এআই/ইআ