Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরোধের আগের রাতে চট্টগ্রামে বাসে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৩ ২৩:১৩

চট্টগ্রাম ব্যুরো : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের আগের রাতে চট্টগ্রাম নগরীতে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিয়ের বরযাত্রী নিয়ে পটিয়া থেকে বাসটি নগরীতে এসেছিল।

বাসটিতে কেউ আগুন লাগিয়েছে কি না সেটি তদন্ত করে দেখার কথা বলেছে পুলিশ। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, এটি সাধারণভাবে সংঘটিত কোনো অগ্নিকাণ্ড নয়।

সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর খুলশী থানার দামপাড়ায় কে কনভেনশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান, মিনিবাসটি রাত ৮টার দিকে কনভেনশন সেন্টারের সামনে পার্কিং করা হয়। রাত ১০টার দিকে লোকজন হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখেন।

ঘটনাস্থলে যাওয়া আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়ে এসে রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে বাসটি প্রায় পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এটি সাধারণ আগুনের ঘটনা বলে মনে হচ্ছে না।’

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) পংকজ দত্ত সারাবাংলাকে বলেন, ‘বাসে কীভাবে আগুন লেগেছে সেটি আমরা বলতে পারছি না। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’

কে কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানে আসা সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘পটিয়ার শান্তিরহাট থেকে মিনিবাসটি নিয়ে অনুষ্ঠানে এসেছিলাম। আগুনে বাসটি পুড়ে গেছে।’

ঘটনাস্থলে বাসের চালক-সহকারি কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনার পর স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের একদল নেতাকর্মী সেখানে এসে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

সারাবাংলা/আরডি/একে

অবরোধ চট্টগ্রাম টপ নিউজ বাসে আগুন

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর