সারাবাংলা ডেস্ক
অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, বিচার প্রক্রিয়া শেষে একটি শিশু নিরাপরাধ প্রমাণিত হতে হতে কমপক্ষে ছয় মাস সময় লেগে যায়- নিজেদের এমন অভিজ্ঞতা তুলে ধরে শিশু অপরাধের বিচারিক প্রক্রিয়া দ্রুত করার সুপারিশ জানিয়েছেন আইনজীবীরা।
‘অ্যাকসেস টু জাস্টিস ফর মার্জিনালাইজড চিলড্রেন: বাংলাদেশ পার্সপেকটিভ’ শিরোনামে প্যানেল ডিসকাশনে বক্তারা এ সুপারিশ জানান।
সোমবার দুপুর সাড়ে তিনটায় ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদ ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে এই প্যানেল ডিসকাশনের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত প্যানেল ডিসকাশনে উপস্থিত ছিলেন প্রবেশন অফিসার দেলোয়ার হোসেন, সোস্যাল কেইস ওয়ার্কার ফারহানা সরকার, ঢাকা মহানগর দায়রা আদালতের আইনজীবী মেসবা উদ্দিন, ‘এক টাকায় আইন সেবা’র ব্যবস্থাপক সামির আফজাল, বিদ্যানন্দ ফাউন্ডেশনের উপদেষ্টা ফেরদৌস-উর-রহমান ও ইস্টার্ন ইউনির্ভাসিটির সহকারী অধ্যাপক মোস্তফা হোসেন।
সারাবাংলা/এটি