Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একনেকে ৩৭ প্রকল্প অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ১৪:৫৬

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেকর্ড ৩৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার ৬৬৩ কোটি টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ২১ হাজার ৫৯৭ কোটি ৯৭ লাখ টাকা, বৈদেশিক ঋণ সহায়তা থেকে ২৯ হাজার ৫৬৮ কোটি টাকা টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, নির্বাচনের কারণে নয়। প্রকল্পগুলো বিচার বিশ্লেষণ করে দেওয়া হয়েছে।

কর্মকর্তাদের বিদেশ যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই বছর আগের তুলনায় এখন বিদেশ ভ্রমণ নেই বললেই চলে। অনেক সময় বিদেশ ভ্রমণের প্রয়োজন আছে। কিন্তু সেটি একান্ত প্রয়োজন না হলে বিদেশ সফর যাওয়া হচ্ছে না।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো, পাবনা জেলার ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প। যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১ নদীতীর সংরক্ষণ ও নদী শাসন প্রকল্প। পদ্মা নদীর ভাঙ্গন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা প্রকল্প। পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদন প্রকল্প। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প। লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ প্রকল্প। সিলেট বিভাগ গ্রামীণ অ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্প। নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। মাগুরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র স্থাপন প্রকল্প। দেশের ৬৫৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প। বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ৭টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের জন্য ভূমি অধিগ্রহণ, উন্নয়ন এবং আনুষঙ্গিক কাজ বাস্তবায়ন প্রকল্প। ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ প্রকল্প। লার্নিং অ্যাসলারেশন ইন সেকেন্ডারি ইডুকেশন প্রকল্প। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে অফসাইট পানি সরবরাহের সুবিধাদি স্থাপন প্রকল্প। মহেশখালী অর্থনৈতিক অঞ্চল-৩ এর গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো নির্মাণ প্রকল্প। যশোর রফতানি প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্প। ১০ জেলায় বিএসটিআই-এর আঞ্চলিক কার্যালয় স্থাপন প্রকল্প। স্মার্ট প্রি-পেইড গ্যাস মিটার পিজিসিএল এরিয়া প্রকল্প। গ্যাস সেক্টর ইপিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট এন্ড কার্বন অ্যাবেটমেন্ট প্রজেক্ট। স্মার্ট মিটারিং এনার্জি ইপিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট প্রকল্প। ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপ লাইন প্রকল্প। বগুড়া রংপুর সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প। মতলব উত্তর-গজারিয়া সড়কে মেঘনা-ধনাগোদা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্প। রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদি-হিজলা মহাসড়ক চার বছরের জন্য পারফরম্যান্স-বেইজড অপারেশন ও দৃঢ়করণ প্রকল্প। চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে ইম্প্রুভমেন্ট প্রজেক্ট। ভাঙ্গা-যশোর-বেনাপোল মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প। আনোয়ারা উপজেলা সংযোগ সড়কসহ কর্ণফুলী টানেল সংযোগ সড়ককে চাল লেনে উন্নতীকরণ প্রকল্প। সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ মহাসড়ক এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্প। চাতুরী-সিইউএফএল-কর্ণফুলী ড্রাইডক-ফকিরহাট জাতীয় মহাসড়ক যথাযথ মানে ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। যমুনা রিভার সাসটেইনেবল ম্যানেজমেন্ট প্রজেক্ট। বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিস্থাপক জাহাজ সংগ্রহ প্রকল্প। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ প্রকল্প। ঢাকার শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় বহুতল ভবন নির্মাণ প্রকল্প। খুলনা মোংলা পোর্ট রেল লাইন নির্মাণ প্রকল্প। চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর প্রকল্প। জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনের ডুয়েল গেজ ডাবললাইন নির্মাণ প্রকল্প। ইনার সার্কুলার রিং রোডের বেড়িবাধ রায়ের বাজার স্লুইস গেইট থেকে লোহার ব্রিজ পর্যন্ত রাস্তার উন্নয়ন প্রকল্প। আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প। রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/আইই

একনেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর