Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ছাত্রদলের দুই নেতাকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ১৯:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনা জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ আদল ও কয়রা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাব্বির আলম বাবু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

খুলনা জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করে বলা হয়, মঙ্গলবার (৩১ অক্টোবর) আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাদের তুলে নিয়ে যায়। এ সময়ে বাসার মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করেছে তারা। বিকেল ৪টার পর্যন্ত তাদের কোনো সন্ধান জানাতে পারেনি পুলিশ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিনা ওয়ারেন্টে বাসা থেকে নিরীহ ছাত্রদল নেতাদের এভাবে তুলে নেওয়া পুলিশের নতুন চরিত্র নয়। অবিলম্বে পুলিশী হয়রানি বন্ধ করে আটককৃত ছাত্রদল নেতা ফিরোজ আহমেদ আদল ও সাব্বির আলম বাবুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।

সারাবাংলা/একে

খুলনা ছাত্রদল

বিজ্ঞাপন

নেইমারের গোলে সান্তোসের জয়
১৭ জুলাই ২০২৫ ১২:১৬

আরো

সম্পর্কিত খবর