Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলা (পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে বলবৎকরণ) বিল পাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ২১:৫৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ২৩:৩৯

ঢাকা: জেলা (পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে বলবৎকরণ) বিল-২০২৩ পাস হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন স্পিকার।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বিলটি পাসের প্রক্রিয়ায় আলোচনায় অংশ নেন বিরোধী দল জাতী পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, হাফিজ উদ্দিন আহম্মেদ ও রওশন আরা মান্নান। তাদেও উত্থাপিত জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিজ্ঞাপন

বিলটির বিষয়ে মন্ত্রী বলেন, ডিস্ট্রিক্ট অ্যাক্ট-১৮৩৬ এর অধীনে নতুন জেলা করা হয়। বান্দরবান পার্বত্য জেলা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর-১৮৯৮ এর সেকশন ৮ এর ক্ষমতাবলে প্রতিষ্ঠা করা হয়। এই অসামঞ্জস্য দূরীকরণের জন্য ডিস্ট্রিক্ট (এক্সটেনশন টু দ্য চিটাগাং হিল-ট্র্যাক্ট) অর্ডিন্যান্স- ১৯৮৪ জারি করে উল্লিখিত দুটি জেলাকে ডিস্ট্রিক্ট এ্যাক্ট-১৮৩৬ এর অধীন সৃষ্ট জেলা হিসেবে ঘোষণা করা হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, সামরিক শাসনামলে জারীকৃত অধ্যাদেশসমূহের আবশ্যকতা ও প্রাসঙ্গিকতা পর্যালোচনা করে প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন ও পরিমার্জনক্রমে নতুন আইন প্রণয়নের বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই সামরিক শাসনামলে প্রণীত ডিস্ট্রিক্ট (এক্সটেনশন টু দ্য চিটাগাং হিল-ট্র্যাক্ট) অর্ডিন্যান্স-১৯৮৪ রহিত করে এই আইনের বিষয় অন্তর্ভুক্ত করে প্রস্তুতকৃত ‘জেলা (চট্টগ্রাম পার্বত্য জেলাসমূহে বলবৎকরণ) আইন-২০২৩’ শীর্ষক বিল জাতীয় সংসদে আনা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এনইউ

জেলা টপ নিউজ পার্বত্য চট্টগ্রাম পাস বিল সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর