Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ১৯ হাজার টন আলু আমদানির অনুমতি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ২২:৩৩

ঢাকা: বাজারে বাড়তে থাকা দাম স্থিতিশীল রাখতে আলু আমদানির প্রক্রিয়া শুরু করেছে সরকার। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় ২৮টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৪০০ টন আলু আমদানির অনুমতি দিয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি সম্প্রসারণ অধিদফতর আলু আমদানির অনুমতি দেওয়া শুরু করেছে। এখন পর্যন্ত ২৮টি আবেদনের বিপরীতে ১৯ হাজার ৪০০ টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির তালিকায় যোগ হয়েছে আলু। বাজার ভেদে কেজিপ্রতি আলু ১০ থেকে ২০ টাকা করে বেশি দামে বিক্রির খবর পাওয়া গেছে। এ নিয়ে জনমনে অস্থিরতা তৈরি হলে সরকার তাৎক্ষণিক উদ্যোগ হিসেবে আলু আমদানির উদ্যোগ নেয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

আমদানি আলু টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর