১২ হাজার টন আলু আমদানি করবেন হিলির ব্যবসায়ীরা
৩১ অক্টোবর ২০২৩ ২২:৩৬
দিনাজপুর: ভারত থেকে ১৯ হাজার মেট্রিক টন আলু আমদানিতে ২৮টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার। এর মধ্যে হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান রয়েছে ১২টি। প্রথম পর্যায়ে তারা প্রায় ১২ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) আলু আমদানি করতে আইপি অনুমোদনের জন্য আবেদন করেছিলেন ব্যবসায়ীরা। এরপর আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এসব প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন- সাড়ে ১৯ হাজার টন আলু আমদানির অনুমতি
হিলি স্থলবন্দরের উপসহকারী উদ্ভিদ সঙ্গনিরোধে কর্মকর্তা ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দরের ১২টি প্রতিষ্ঠানকে প্রায় ১২ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এখন তারা এলসি (লেটার অব ক্রেডিট বা ঋণপত্র) খুললেই আলু আমদানি করতে পারবে। দুয়েকদিনের মধ্যেই আলু আমদানি হতে পারে।
আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রায়হান ট্রের্ডাসকে দুই হাজার মেট্রিক টন, ইভা ট্রের্ডাসকে এক হাজার মেট্রিক টন, এমআর ট্রের্ডাসকে এক হাজার মেট্রিক টন, আকাশ ট্রের্ডাসকে ৫০০ মেট্রিক টন, রয়েল ট্রের্ডাসকে ২০০ মেট্রিক টন, কামাল হাসকিংকে ২০০ মেট্রিক টন ও আল মক্কাকে ৫০০ মেট্রিক টন আলু আমদানি করার অনুমতি দিয়েছে সরকার।
সারাবাংলা/টিআর