Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কয়লা নিয়ে মোংলায় ভিড়েছে ভারতীয় জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৩ ১১:৫৫ | আপডেট: ১ নভেম্বর ২০২৩ ১৩:৫২

বাগেরহাট: রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম.ভি জগ রাজীব নামক একটি বাণিজ্যিক জাহাজ।

বুধবার (১ নভেম্বর) ভোররাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় নোঙ্গর করে কয়লাবাহী জাহাজ এম.ভি জগ রাজীব।

এর আগে, ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে গত ২১ অক্টোবর ৫৪ হাজার ৭০ মেট্টিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দ্যেশে ছেড়ে আসে ভারতীয় পতাকাবাহী এ জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১ নভেম্বর) ভোররাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় নোঙ্গর করে কয়লাবাহী জাহাজ এম.ভি জগ রাজীব। এরপর সকাল থেকেই শুরু হয় জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ।

মোংলা বন্দর কতৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান জানান, ফেয়ারওয়ে বয়া এলাকায় রেখে ওই জাহাজ থেকে ২৩ হাজার মেট্রিকটন কয়লা খালাস করা হবে। এরপর বাকী ৩১ হাজার ৭০ মেট্রিকটন কয়লা নিয়ে জাহাজটি বন্দরের হারবাড়ীয়ায় আসবে। সেখানে রেখে লাইটারে খালাস করা হবে জাহাজে থাকা অবশিষ্ট কয়লা। এরপর লাইটারেজে করে নেওয়া কয়লা নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। পরে জেটি থেকে তা সংরক্ষণ করা হবে বিদ্যুৎ কেন্দ্রের গোডাউনে।

সারাবাংলা/ইআ

কয়লা টপ নিউজ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর