Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৩ ১৬:৩৬

ঢাকা: গত ২৮ অক্টোবর সমাবেশের নামে সারাদেশে যে সহিংসতা চালানো হয়েছে তা রাষ্ট্রের ওপরে করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, এর পরপরই হরতাল ও অবরোধেও যা করছে বিএনপি-জামায়াত, সেগুলো নিছক রাজনৈতিক কর্মকাণ্ড নয় বরং সন্ত্রাস।

সমাবেশে সাংবাদিকদের প্রতি হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে সাংবাদিক নেতারা একটি বুকলেট প্রকাশের তাগিদ দেন তথ্যমন্ত্রী। বুধবার (১ নভেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিমকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

হাছান মাহমুদ বলেন, ‘২৮ অক্টোবরের মতো ঘটনার পর্যাপ্ত ডকুমেন্টেশন থাকতে হবে। বেশি বেশি সংবাদ প্রকাশ করতে হবে। হামলার শিকার সংশ্লিষ্ট সাংবাদিকদের কর্মরত প্রতিষ্ঠানগুলোর মামলা করা উচিত। তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে। সেদিনের ঘটনায় গণমাধ্যমের ওপর হামলার বিষয়টি নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা দরকার। সাংবাদিক সংগঠনগুলোকে আরও সোচ্চার হতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত প্রেস লেখা জ্যাকেট পরেও অপকর্ম করছে, যেন সাংবাদিকদের ওপর সবার নেতিবাচক মনোভাব তৈরি হয়। সাংবাদিকদের উচিত, এ ব্যাপারে একটি যৌথ চিঠি রাজনৈতিক দলগুলোকে দেওয়া এবং সেই চিঠি পত্রিকায় প্রকাশ করা। রাজনীতিতে প্রতিযোগিতার নামে প্রতিহিংসা কাম্য নয়।’

সভায় ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘২৮ অক্টোবর যা হলো, সাংবাদিকদের ওপর এমন আচরণ উদ্বেগের বিষয়। এটা সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। দায়ীদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। আর সরকার যেন নিশ্চিত করে, সাংবাদিকরা যেন নির্বিঘ্নে ও নিশ্চিন্তে কাজ করতে পারেন।’

বিজ্ঞাপন

নাঈমুল ইসলাম খান বলেন, ‘সেদিনের ঘটনায় গণমাধ্যমের ওপর হামলার বিষয়টি নিয়ে একটি বুকলেট প্রকাশ করা দরকার। তাতে করে এভিডেন্স থাকবে।’

সারাবাংলা/জেআর/এনএস

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর