Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের পেছনে সরকারের ব্যয় ৯৩৭৭ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৩ ২০:২৫ | আপডেট: ১ নভেম্বর ২০২৩ ২০:২৭

ঢাকা: ২০১৭ সাল থেকে এ পর্যন্ত রোহিঙ্গাদের পেছনে সরকারের মোট ব্যয় নয় হাজার ৩৭৬ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বুধবার (০১ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, প্রাকৃতিক বন ও সামাজিক বনায়নের মাধ্যমে সৃজিত বনজদ্রেব্যর ক্ষয়ক্ষতি ও জীব বৈচিত্র্যের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ দুই হাজার ২০৪ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার টাকা।

আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী আরো জানান, বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআর’র যৌথ যাচাইয়ের তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার ৩৩টি ক্যাম্পে নয় লাখ ৩৪ হাজার ৭১৯ জন এবং নোয়াখালীর হাতিয়ার ভাসান চরে ৩০ হাজার ৭৪৮ জন রোহিঙ্গা বসবাস করছে।

এছাড়া ২৬ হাজার ১৬৫ জন রোহিঙ্গা যাচাই-বাছাই কার্যক্রমের জন্য অপেক্ষমান আছে। সেই হিসাবে মোট নয় লাখ ৯১ হাজার ৬৩২ জন রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। পোশাক খাতে মজুরি, সরকার দলীয় সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান জানিয়েছেন, বর্তমানে তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি পুনর্নিধারণের প্রক্রিয়া চলমান রয়েছে। তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের নিম্নতম মজুরি ২০১৮ সালে ৫ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করা হয়েছে। যথাসময়ে মজুরি পুনর্নির্ধারণে মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এনইউ

টপ নিউজ ব্যয় রোহিঙ্গা সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর