ঢাকা: ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। এর সঙ্গে সঙ্গে বাড়ছে নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ও দলের নেতাকর্মীদের তৎপরতাও। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির ক্ষেত্রে নির্বাচন নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে। দলের ভেতরে একাধিক ধারার তথ্যও রয়েছে।
এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গুড বুকে’ থাকার প্রত্যাশায় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির ১৭ জন সংসদ সদস্য। তবে তাদের সঙ্গে ছিলেন না পার্টির চেয়ারম্যান ও মহাসচিব। শেখ হাসিনা অবশ্য তাদের জনসমর্থন আর পার্টির সঙ্গে সম্পর্কের ওপরই জোর দিয়েছেন।
বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে হাজির হন জাপার সংসদ সদস্যরা। পার্টির একাধিক সূত্র এই সাক্ষাতের তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেই আলোচনা হয়েছে সাক্ষাতে।
জাপার ১৭ জন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর দফতরে গেলেও পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) তাদের সঙ্গে ছিলেন না। মহাসচিব মুজিবুল হক চুন্নু সংসদে থাকলেও অন্য সংসদ সদস্যদের সঙ্গে যাননি প্রধানমন্ত্রীর দফতরে।
জাতীয় পার্টির একাধিক সূত্র জানিয়েছে, সাক্ষাতে জাতীয় পার্টির ১৭ জন সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গুড বুকে’ থাকতে চান বলে জানান। তারা শেখ হাসিনাকে আশ্বস্ত করেন, সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেবেন তারা। নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে জাপার ভূমিকা কী হবে, সে বিষয়েও তারা আলোচনা করেন।
শেখ হাসিনার ‘গুড বুকে’ থাকার ‘আবদার’ জানালেও শেখ হাসিনা জাতীয় পার্টির এসব সংসদ সদস্যকে দল ও জনগণে সঙ্গে সম্পর্কের দিকে মনোযোগী হতে বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমার গুড বুকে থেকে লাভ নেই। আপনাদের নিজ নিজ নির্বাচনি এলাকায় জনসমর্থন থাকলে নির্বাচিত হবেন। আর আপনাদের মনোনয়ন দেবেন সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ, দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টির অবস্থান এখনো স্পষ্ট নয়। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা দলের শীর্ষ নেতারা মাঝে মাঝে বলে থাকলেও বর্তমান সরকারের অধীনে দলটি নির্বাচনে অংশ নেবে কি না, সে বিষয়ে দলের কোনো পর্যায় থেকেই স্পষ্ট ঘোষণা আসেনি। তবে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি না, সে সিদ্ধান্তের ওপর জাপার অবস্থান নির্ভর করছে বলে মনে করেন দলটিরই একাংশ।