Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাফা ক্রসিং দিয়ে গাজা ছাড়ছেন বিদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর ২০২৩ ১১:১৯

ইসরায়েলি বাহিনীর হামলার মুখে সীমান্তবর্তী রাফা ক্রসিং পার হয়ে মিশরের উদ্দেশ্যে যুদ্ধবিধ্বস্ত গাজা ছেড়েছেন চার শতাধিক বিদেশি পাসপোর্টধারী নাগরিক ও আহত ফিলিস্তিনিরা।

গাজা উপত্যকা লক্ষ্য করে গত ৭ অক্টোবর ইসরায়েলের আক্রমণ শুরুর পর বুধবার (১ নভেম্বর)  প্রথমবারের মতো চলমান সংঘাত থেকে গাজা ছাড়ার সুযোগ পেয়েছেন এসব নাগরিক।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪০০ জনেরও বেশি মানুষ গাজা ছেড়েছেন। যার মধ্যে দ্বৈত ফিলিস্তিনি নাগরিক ছাড়াও অন্যান্য দেশের নাগরিকদের সংখ্যা ৩৩৫ জন এবং ৭৬ আহত ফিলিস্তিনি নাগরিক।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ভেতরে অ্যাম্বুলেন্স ঢুকে তাদের মিসর নিয়ে যাওয়া হয়। তাদের চিকিৎসার জন্য সীমান্তের কাছেই একটি ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে।

ব্রিটিশ ও মার্কিন পাসপোর্টধারীরা এ সময় স্বস্তি প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সফল ও আবশ্যিক কূটনীতির জন্যে সম্ভব হয়েছে রাফাহ ক্রসিং খুলে দেওয়া।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনির অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী সশস্ত্র হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের মধ্যে পড়ে যান অনেক বিদেশি পাসপোর্টধারী। যুদ্ধের পর থেকে গাজা ছাড়ার চেষ্টা করছিলেন তারা। উপসাগরীয় দেশ কাতারের মধ্যস্থতায় অবশেষে সেই সুযোগ পেয়েছেন চরম অনিশ্চয়তার মধ্যে আটকে যাওয়া বিদেশি নাগরিকরা।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে ২৭ দিন ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ৮ হাজার ৮৫০ জন নিহত হয়েছেন। এছাড়া হামাসের হামলায় ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: গাজার শরণার্থী শিবিরে আবারও ইসরাইলের হামলা, নিহত ২০০

সারাবাংলা/ইআ

ইসরাইল গাজায় হামলা ফিলিস্তিনি যুদ্ধবিধ্বস্ত গাজা হামাস-ইসরাইল যুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর