এবার রোববার থেকে ২ দিনের অবরোধ বিএনপির
২ নভেম্বর ২০২৩ ১৭:৪৯
ঢাকা: তিন দিনের অবরোধের পর দুই দিনের বিরতি দিয়ে আবার দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী রোববার ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) দেশব্যাপী সর্বাত্মক এই অবরোধ পালন করা হবে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধের এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পালিত অবরোধের মতোই এবারও বিএনপি রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবে ৫ ও ৬ নভেম্বর।
আরও পড়ুন- আরও অবরোধ আসছে!
এর আগে গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপি ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল। সেদিন দিনভর দফায় দফায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশকে পিটিয়ে হত্যা, বাসে আগুন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ চেকপোস্টে আগুন ও ভাঙচুরের মতো ঘটনা ঘটে। পরদিন গ্রেফতার করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
শীর্ষ নেতাদের গ্রেফতার এবং নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছিল বিএনপি। এই তিন দিনে দলের বিপুলসংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার এবং তাদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে বিএনপির। এসবের পরিপ্রেক্ষিতেই বিএনপি এবার আরও দুদিন অবরোধ কর্মসূচি ঘোষণা করল।
সারাবাংলা/এজেড/টিআর