Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটার প্রায় ১২ কোটি

স্পেশাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৩ ১৯:০৯

ঢাকা: দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যেখানে মোট ভোটারের সংখ্যা এখন ১১ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি সাত লাখ ৭১ হাজার ৫৭৯ জন। আর নারী ভোটার সংখ্যা পাঁচ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২ জন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোটার তালিকাটি প্রকাশ করা হয়। সর্বশেষ গত ১৪ই সেপ্টেম্বরের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে গত ৩১ অক্টোবর। সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে ইসির পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি নভেম্বর মাসের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। আর জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন। নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি। এতে ভোটকক্ষ রয়েছে দুই লাখ ৬০ হাজারের মতো।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এনইউ

ইসি জাতীয়-নির্বাচন টপ নিউজ দ্বাদশ ভোটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর