Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাক হানাদার বাহিনীর মতো মরণ কামড় দিচ্ছে বিএনপি’

শিক্ষানবীশ প্রতিবেদক
২ নভেম্বর ২০২৩ ১৯:৫২

চট্টগ্রাম ব্যুরো: একাত্তরের পাক হানাদার বাহিনীর মতো বিএনপি মরণ কামড় দিচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি একথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানী হানাদার বাহিনী মরণ কামড় দিয়েছিল। পোড়া মাটির নীতি গ্রহণ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। একইভাবে বিএনপি ও তার সহচররা জ্বালাও-পোড়াও এবং হত্যা ও ধ্বংসের পথ বেছে নিয়ে নিশ্চিত পতনের পথে এগুচ্ছে।’

সমাবেশে নগর কমিটির সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম দেশপ্রেমিক জনতার দুর্জয় ঘাঁটি। এই মাটিতে কোন দুর্জন-দুর্বৃত্তের ঠাঁই নেই। আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকার যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে তার সাথে চট্টগ্রামবাসী একাত্ম।’

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে নগর কমিটির সদস্য আবুল মনসুর, আবদুল লতিফ টিপু, নগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ বক্তব্য রাখেন।

সারাবাংলা/ওইউ/এনইউ

আ জ ম নাছির চট্টগ্রাম টপ নিউজ

বিজ্ঞাপন

আম বেগুনের খাট্টামিঠা
২৪ মে ২০২৫ ১৬:৩৫

আরো

সম্পর্কিত খবর