Monday 11 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রাম প্রতিরক্ষাবাহিনীর বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব

স্পেশাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৩ ২২:১৪

ফাইল ছবি

ঢাকা: আনসার ব্যাটালিয়নের সঙ্গে সঙ্গে আনসার এবং গ্রাম প্রতিরক্ষাবাহিনীর দিকে নজর দিয়ে তাদের বেতন ভাতা বাড়ানোর জন্য সংসদে প্রস্তাব করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম।

বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে আনসার ব্যাটালিয়ন বিল-২০২৩ পাসের সময় জনমত যাচাই বাছাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ফখরুল ইমাম এ প্রস্তাব করেন। এ বিলটি পাসের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পাসের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।

বিজ্ঞাপন

ফখরুল ইমাম বলেন, আনসার ব্যাটালিয়নে তিন নম্বর আইন রয়ে গেছে, ওই তিন নম্বর আইনে আনসার এবং গ্রাম প্রতিরক্ষাবাহিনী। আনসার তিন লক্ষ এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যারা আছেন তাদের সংখ্যা ৬০ লক্ষ। এই ৬৩ লক্ষ আনসারবাহিনী কিন্তু অবহেলিত আছে। আমি অনুরোধ করছি যে, এই আইনটি নিয়ে আসুন তাদের বেতন ভাতা বাড়ান, যারা গ্রাম প্রতিরক্ষায় আছেন তারা মাত্র আড়াই হাজার টাকা পায় প্রতি মাসে, এটাতে কিছুই হয় না। কিন্তু তাদের কাজ অনেক, তারা জনসাধারণের পাশে থাকে এবং পাশে থেকে আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে ব্যাস্ত থাকে। সুতরাং আনসার ব্যাটালিয়নের সঙ্গে সঙ্গে আনসার এবং গ্রাম প্রতিরক্ষাবাহিনীর দিকে নজর দেন তাহলে আমাদের গ্রামের আইন শৃঙ্খলা, আমাদের দেশের উপকারে আসবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাবাহিনীর রেশন সম্পর্কে শামীম হায়দার বলেছেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্তদের রেশনের পরিবর্তে নগদ অর্থ দেওয়া হচ্ছে, এটা সেনাবাহিনীর ইচ্ছা অনুসারেই দেওয়া হচ্ছে। এটা প্রতি বছরই রেশনের নিয়ম অনুযায়ি এটা বৃদ্ধি করা হচ্ছে। সেনা, নৌ ও বিমান বাহিনীতে এটা প্রচলিত আছে। পুলিশ এবং অন্যান্য যে বাহিনীগুলো আছে সেই বাহিনীতেও এটা প্রচলিত আছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আনসারের আরও অনেক কাজ রয়েছে। ব্যাটালিয়ন আনসার, এটা মূলত তাদের ওপর অর্পিত দায়িত্ব যা দায়িত্ব দেওয়া হয়, রেগুলার আর্মি, পুলিশ, নেভী যেখানেই তাদের দায়িত্ব দেওয়া হয় সেখানেই তারা সহযোগি ফোর্স হিসেবে কাজ করে। তারা ভারী অস্ত্র থেকে সব ধরণের অস্ত্রই ব্যবহার করে।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ

গ্রাম প্রতিরক্ষা বাহিনী টপ নিউজ বেতন-ভাতা

বিজ্ঞাপন

সাবেক এমপি শম্ভু গ্রেফতার
১১ নভেম্বর ২০২৪ ২৩:৫১

আরো

সম্পর্কিত খবর