Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপির সঙ্গে আ.লীগের শান্তি সমাবেশে গিয়ে মার খেলেন মেয়র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৩ ১১:৪৫

কুয়াকাটা: স্থানীয় এমপির সঙ্গে আওয়ামী লীগের শান্তি সমাবেশে গিয়ে হামলার শিকার হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার। এ সময় ধাওয়া খেয়ে সমাবেশস্থল ত্যাগ করে একটি আবাসিক হোটেলে আশ্রয় নিতে গেলে উত্তেজিত আওয়ামী লীগ সমর্থকদের মারধরের শিকার হন তিনি।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমানের উপস্থিতিতে বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা পর্যটন মোটেল ইয়োথ-ইন কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী মেয়র কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক মোল্লাকে দায়ী করেছেন। তবে বারেক মোল্লা স্থানীয় এমপিকে দোষারোপ করছেন।

কুয়াকাটা পর্যটন মোটেল ইয়োথ-ইন কমপ্লেক্সের সমাবেশস্থলে পৌর আওয়ামী লীগ ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবর পেয়ে মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খান একদল পুলিশ নিয়ে উত্তেজিত নেতাকর্মীদের রোষানল থেকে পৌর মেয়রকে রক্ষা করেন। এ সময় একটি আবাসিক হোটেলের কলাপসিবল গেটের অভ্যন্তরে কয়েকজন সহযোগীসহ মেয়রকে অবরুদ্ধ অবস্থায় দেখা গেছে। হামলার সময় মেয়র আনোয়ারের পক্ষে থাকা কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন।

স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের জেরে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটা পৌর মেয়রের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিস্তারিত খোঁজখবর নিয়েছি।

মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খান বলেন, উত্তেজিত নেতাকর্মীদের সরিয়ে দিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

আনোয়ার হাওলাদার কুয়াকাটা মেয়র পটুয়াখালী শান্তি সমাবেশ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর